ন্যাভিগেশন মেনু

লকডাউনের ১১তম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৭০৮


রাজধানীতে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের ১১তম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার অপরাধে ৭০৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

লকডাউনের ১১তম দিনে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালনা করে তাদের গ্রেপ্তার ও জরিমানা করা হয়।

রবিবার (১১ জুলাই) বিকেলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, ‘সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে ডিএমপির ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন ও গোয়েন্দা ডিভিশন মাঠে কাজ করেছে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮৪ জনকে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা করা হয়। এ ছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ১৪৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ৫ লাখ ৫২ হাজার ৫০০ জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের বাস্তবায়ন করতে ভোর থেকে মাঠে ব্যাপক তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে পুলিশ।

করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এমআইআর/ওআ/