ন্যাভিগেশন মেনু

শার্শায় আরও ১ জনের মৃত্যু


যশোরের শার্শা উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। আর নতুন আক্রান্ত ৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ জন।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৫টার দিকে নিজ বাড়িতে মারা যান।শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৫৫)। তিনি উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি গ্রামের নওশের মোড়লের ছেলে।

এই বিষয়ে শার্শার গোগা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, ইয়াকুব আলী হৃদরোগে আক্রান্ত হয়ে একসপ্তাহ আগে চিকিৎসার জন্য ঢাকায় যান। এ সময় সেখানে চিকিৎসক তার শরীরে করোনার উপসর্গ দেখে পরীক্ষা করাতে বলেন। এতে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

শার্শা উপজলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল এবং শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী মৃত ব্যক্তির বাড়ি লকডাউনের ব্যাপারে নিশ্চিত করতে স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদকে নির্দেশ প্রদান করেন।

ওয়াই এ  / এস এস