ন্যাভিগেশন মেনু

শাল্লার হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি


সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে যারা হামলা চালিয়ে ভাংচুর করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এদেশের সরকার যখনই ঘটনা ঘটেছে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ছিল। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কার্যক্রম শুরু করেছি। এই সময়ে একটি সন্ত্রাসী চক্র এখানকার নিরহ হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উপর যে আক্রমণ করেছে নিঃসন্দেহে এঘটনা একটি নিন্দণীয়, কাপুরুষিত। আমরা বলে দিতে চাই এঘটনা বরদাছ করবো না।’

ডিজি আরোও বলেন, ‘আপনারা দেখেছেন এদেশে যখনই যেখানে ঘটনা ঘটেছে সাথে সাথে কিন্তু সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং ব্যবস্থা নেয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখানে যারা এই ধরণের পরিস্থিতি তৈরী করেছে তাদের রক্ষা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এদেশে সাম্প্রদায়িক সম্প্রতি সারাবিশ্বে নজির স্থাপন করেছে।’

এসময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ, র‌্যাব-৯ এর লে. কর্নেল আবু মোসা মোহাম্মদ শরীফুল ইসলাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানমহ র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইবুকে) হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে ও ধর্ম নিয়ে কটূক্তি করেছিলেন স্থানীয় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুটন দাস আপন। এর বিষয়টি স্থানীয়ভাবে ভাইরাল হলে পুলিশ জনতার সহযোগিতায় মঙ্গলবার (১৬ মার্চ) রাতেই শশখাই বাজার থেকে তাকে আটক করে পুলিশ। এই কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে বুধবার(১৭ মার্চ) সকালে উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ১৫/২০টি বাড়িঘর ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এ এম/ এস এ/ওআ