ন্যাভিগেশন মেনু

শীতের দাপট কমে পঞ্চগড়ে তাপমাত্রা ৮.৮


কিছুটা হলেও শীতের দাপট কমল পঞ্চগড়ে। এরআগে (১৯ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি। দেশের উত্তরাঞ্চীয় জেলা হিমালয় সংলগ্ন পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৮ ডিগ্রিতে। স্বভাবতই হাড়কাঁপানো শীত কিছুটা হলেও অনুভূত হচ্ছে।

তবে জেলাটিতে হিমেল হাওয়া ও কুয়াশার চাদর বিছিয়ে রয়েছে। দেশের অন্য অঞ্চলের তুলনায় শীতটা ভালই অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, ‘ভোরে কুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহান চলাচল করতে দেখা গেছে। সকালে রোদ উঠলেও রয়েছে শীতের তীব্রতা।’

রাসেল শাহ আরও জানান, ‘পঞ্চগড়ে কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠা-নামা করছে। দিনের বেলা আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকছে শীত।

এ সময়ে আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে স্থানীয় নিম্ন আয়ের লোকজনকে রাস্তার পাশে খর কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়। শীতের হাত থেকে বাঁচার জন্য নিম্ন আয়ের মানুষজন দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ‘হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় এখানে বরাবর শীতটা বেশি থাকে। তবে আজ বৃহস্পতিবার পঞ্চগড়ে শীতের তাপমাত্রা কম।

 ওয়াই এ / এস এস