ন্যাভিগেশন মেনু

সরকার স্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে: তাপস


বর্তমান সরকার প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার (৮ নভেম্বর) সকালে নগর ভবনে ডিএসসিসির নবগঠিত ৫টি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

এ সময় শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। সরকারপ্রধান শেখ হাসিনার এ পদক্ষেপের ফলে দেশের ৭৫ শতাংশ বিভিন্ন রোগ কমে এসেছে। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে সরকারপ্রধান পোলিও পুরস্কারসহ ভ্যাকসিন হিরোর উপাধি পেয়েছেন।‘

তিনি বলেন, ‘নগরের শতভাগ শিশুকে আগামী এক বছরের মধ্যে টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আনা হবে। অনেকেই হয়তো জানে না কোথায় টিকা দেওয়া হয়, এজন্য প্রতিটি নাগরিকের বাসায় আমাদের প্রতিনিধিরা যাবেন।‘

মেয়র বলেন, ‘আমাদের প্রতিনিধিরা নাগরিকদের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে পাঠাতে উৎসাহিত করবেন, যাতে এ কর্মসূচির বাইরে কোনো শিশু না থাকে। প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

এমআইআর/এডিবি