ন্যাভিগেশন মেনু

সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় চালক নিহত


জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক্টরের চাপায় সিফাত মিয়া (১৯) নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সিরাজাঙ্গাল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত মিয়া জামালপুরের নান্দিনার পলাশতলা গ্রামের আমিনুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাটি বিক্রির ঠিকাদার শাহীন আলমের ট্রাক্টর চালক সিফাত সেঙ্গুয়া সিরাজাঙ্গাল বিল থেকে মাটি ভরে খাদ থেকে উঠার সময় ট্রাক্টর উল্টে ইঞ্জিনের চাপায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খালা বানেছা বেগম বলেন, গত তিন বছর আগে ভাগিনা সিফাত আমার বাড়ীতে আসে। এখানে থেকে মাটির ঠিকাদার শাহীন আলমসহ অনেকের ট্রাক্টর চালক হিসেবে কাজ করতো। সোমবার সকালে মাটি কাটার জন্য সেঙ্গুয়া সিরাজাঙ্গাল বিলে যায়। ওখানে ট্রাক্টরের চাপায় তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু (ওসি) মো: ফজলুল করিম বলেন, দূর্ঘটনার বিষয়টি আমি জেনেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম এ এম/ এস এ /এডিবি