ন্যাভিগেশন মেনু

সহকারী শিক্ষক ও নন-ক্যাডারে ২৫৯৮ জনকে নিয়োগের সুপারিশ


মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন-ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে পিএসসির বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। 

সভায় শেষে পিএসসির একজন সদস্য সংবাদমাধ্যমকে বলেন, মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক পদে ২ হাজার ১৫৫ জন নিয়োগ পাচ্ছেন। আর ৩৮তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডারে (১ম শ্রেণির পদ) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা হয়। এই বছরের নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। চলতি বছরে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এখন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে তাদের নিয়োগ দিতে সুপারিশ করবে পিএসসি।

আজই এ ফল প্রকাশ করা হবে। পিএসসির ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

এডিবি/