ন্যাভিগেশন মেনু

সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উদযাপন


সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন করা হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি কেক কাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য শেখ হাসিনা  জীবন বাজী রেখে কাজ  করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক মর্যাদায় নিয়ে গেছেন। তিনি এখন বিশ্ব নেতৃত্বের সম্মানে আসীন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের মশাল হাতে না নিলে দেশটা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও পাকিস্তানী ভাবধারায় চলে যেতো। বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। দেশে কোন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতো না। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ করতে হবে।

সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফের সভাপতিতে এ সময় আরও বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, এমপিপুত্র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, মুক্তিযোদ্ধা সোহরাব আলী প্রমুখ। এছাড়া এদিন সাঁথিয়ায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের হাতে হস্তান্তর করা হয় । পরে তিনি সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন।

সিবি/এডিবি