ন্যাভিগেশন মেনু

সাংবাদিক মুজাক্কির হত্যা: ১২ আসামি কারাগারে


নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুইগ্রুপের সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় ১২ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে আসামিদের আদালতে হাজির করে শোন অ্যারেস্টের আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২-এর বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান শোন অ্যারেস্ট দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানা পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় কারাগারে থাকা ১২ আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন - ইউছুফ নবী বাহাদুর, আলমগীর হোসেন, রাহাত, আবদুল আমিন, আজিজুল হক মানিক, মোশারফ হোসেন, সুজায়েত উল্যা সবুজ, বিক্রম চন্দ্র ভৌমিক, ফয়সাল আলম টিটু, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান ও সেলিম।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র কাদের মির্জার সমর্থকদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এরপর ২৩ ফেব্রুয়ারি সকালে সাংবাদিক মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাষ্টার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামালা দায়ের করেন। ওইদিন রাতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

এরপর গত ৯ মার্চ বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়। একই সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

ওয়াই এ/ওআ