ন্যাভিগেশন মেনু

সাভারে নদী দূষণের অভিযোগে ২১ লাখ টাকা জরিমানা


সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে পরিবেশ দূষণ করে কারখানার কার্যক্রম পরিচালনার অভিযোগে ৮টি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানাকে মোট ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক ও উপ-সচিব রুবিনা ফেরদৌসির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পরিক্ষার জন্য সাভার চামড়া শিল্প নগরীর সিইটিপি’র পানির নমুনাও সংগ্রহ করেন কর্মকর্তারা।

কারখানাগুলোর মধ্যে মেসার্স গুলশান ট্যানারি লিমিটেডকে ৫ লাখ টাকা, সুপিরিয়র লেদার ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা, মেসার্স কহিনুর ট্যানারীজ লিমিটেডকে ২ লাখ টাকা, ইউনিকর্ন লেদারকে (মেসার্স ইন্টারন্যাশনাল ট্যানারি) ২ লাখ টাকা, ভেলেক্স অ্যাজেন্সিস লিমিটেডকে ২ লাখ টাকা, কিড লেদার ইন্ডাস্ট্রিজকে ২ লাখ টাকা, টিপ্পেরা ট্যানারি লিমিটেডকে ২ লাখ টাকা, এবং পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়া কারখানা পরিচালনার অপরাধে মেসার্স আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রুবিনা ফেরদৌসি বলেন, গত কয়েকবছর যাবত কারখানাগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানা পরিচালনা করে আসছিলো। এ ছাড়াও যথাযথ ব্যবস্থাপনা না থাকায় তাদের কারখানার বর্জ্য পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীতে গিয়ে নদীর পানিও দূষণ করছিলো। যা জনস্বাস্থ্যের জন্যেও মারাত্মক ক্ষতিকর।

তিনি বলেন, কারখানাগুলোকে জরিমানার পাশাপাশি দ্রুত পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহন ও দূষণ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থ্যা গ্রহন করা হবে।

এস এ /এডিবি