ন্যাভিগেশন মেনু

সিদ্ধিরগঞ্জে শীর্ষ চাঁদাবাজ মুরগী রিপন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মুরগী রিপন (৩৪) নামে এক শীর্ষ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (৩ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার সহযোগী মো. শিপন ব্যাপারীকেও (২৮) আটক করে র‌্যাব। চাঁদাবাজির নগদ সাত হাজার তিনশ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (৪ মে) দুপুরে র‌্যাব-১১’র সহকারী পরিচালক প্রণব কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামী মোঃ রিপন ব্যাপারী ওরফে মুরগী রিপন (৩৪) ও মোঃ শিপন ব্যাপারী (২৮) তারা আপন দুই ভাই। তারা শরীয়তপুর জেলার পালং থানার র্কীতিনগর এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড শিমরাইল এলাকায় ফুটপাতের দোকানদারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে জোর করে প্রতি দোকান হতে দৈনিক দুইশ থেকে পাঁচশ টাকা করে চাঁদা আদায় করে এবং বড় দোকান প্রতি এক লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অগ্রীম চাঁদা আদায় করে। 

কয়েকজন ভুক্তভোগী দোকানদারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন নারায়ণগঞ্জ ও এর আশেপাশে  এলাকায় ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদা আদায় করে আসছিলো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএইচএস/এডিবি/