ন্যাভিগেশন মেনু

সোনাতলায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার


বগুড়ার সোনাতলা উপজেলার গোসাইবাড়ীতে মাত্র ২০ ফুট দৈর্ঘের একটি কালভার্টের অভাবে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয়দের। এই সঙ্কট নিরসনে কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে সোনাতলা-সারিয়াকান্দি সড়কের পাশে অবস্থিত গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোসাইবাড়ী জামে মসজিদ। ওই মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় বাঁশের সাঁকো চলাচলের একমাত্র পথ। মাত্র ২০ ফুট দীর্ঘ একটি কালভার্টের অভাবে ওই পথে যাতায়াতকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে দীর্ঘদিন থেকে। পারাপার হতে গিয়ে লোকজন পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীরা ওই বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হচ্ছে ঝুঁকি নিয়ে।

গোসাইবাড়ী গ্রামের বাসিন্দারা দ্রুত এই সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন।

স্থানীয় জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল জানান, ওই বাঁশের সাঁকো দিয়ে গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। শীঘ্রই এখানে কালভার্ট নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে খুব অল্প সময়ের মধ্যে ওই স্থানে কালভার্ট নির্মাণ করা হবে।

স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান জানান, এ বিষয়ে কেউ তাকে অবগত করেননি। এলাকাবাসীর দূর্ভোগ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এএসবি/এসএ/এডিবি