ন্যাভিগেশন মেনু

হেফাজতের হরতালে সহিংসতা: জামায়াত নেতা গ্রেপ্তার


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত নেতা আব্দুল্লাহ আল বাকি-কে (৭১) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার রোকন ও মানবসম্পদ বিভাগের দায়িত্বরত প্রকৌশলী। এর আগে তিনি জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ থানা শাখার আমীরের দায়িত্ব পালন করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে আজকের বাংলাদেশ পোস্টকে জানান, হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল বাকিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।

এমএইচএস/এডিবি/