ন্যাভিগেশন মেনু

২০২২ সালের প্রথমার্ধে ৭ কোটি মানুষকে টিকা দিতে পারবো: স্বাস্থ্যমন্ত্রী


আগামী বছর প্রথমার্ধে আমরা ৭ কোটি মানুষকে টিকা দিতে পারবো বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের খাতে মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাবের উপর এমপিদের আলোচনার পর স্বাস্থ্যমন্ত্রী একথা জানান।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২ থেকে ৩ জুলাই ২৫ লাখ মডার্নার টিকা আসবে। এ সময়ে চিন থেকেও আরও টিকা আসবে। আগামী ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা পাবো আমরা। কোভ্যাক্স থেকে আমরা টিকা পাবো। এটা দিয়ে ৫ কোটি মানুষকে টিকা দিতে পারবো। এছাড়া জনসন অ্যান্ড জনসনের টিকা আসবে। সব মিলিয়ে ৭ কোটি টিকা আমরা পাবো।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে দুর্নীতি হয়েছে- ঢালাওভাবে এমন অভিযোগ করলে হবে না। গত একবছর তো কেউ বাইরে চিকিৎসা নিতে যেতে পারেননি। দেশেই তো চিকিৎসা নিচ্ছেন। আমাদের দেশে চিকিৎসা হচ্ছে বলেই তো সুস্থ আছেন, ভালো আছেন।’

মন্ত্রী বলেন, ‘শুধু ঢালাওভাবে দুর্নীতির কথা বললে হবে না। কোথায় দুর্নীতি হয়েছে সুনির্দিষ্ট করে বলতে হবে। ঢালাও অভিযোগ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না।’

এমআইআর/ওআ