ন্যাভিগেশন মেনু

২০ লাখ সিনোফার্মের টিকা শিগগিরই দেশে পৌঁছাবে


চিনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ২০ লাখ টিকা খুব শিগগিরই বাংলাদেশে আসছে।

বুধবার (৩০ জুন) ঢাকার চিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

তিনি ফেসবুক পোস্টে জানান, ২০ লাখ টিকা বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। চিন থেকে বাণিজ্যিকভাবে কেনা ওই টিকা খুব শিগগিরই ঢাকায় আনা হবে।  করোনা মহামারির চলমান দ্বিতীয় ঢেউয়ে চিন বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।

এটিই চিন থেকে কেনা প্রথম করোনা টিকার চালান। এর আগে গত ১২ মে চিন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। আর ১৩ জুন উপহার দেয় ৬ লাখ টিকা। দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দেয় চিন।

অন্যদিকে, সিনোফার্ম থেকে কেনা টিকা আনার জন্য বেইজিং যাবে বিমান বাহিনীর বিশেষ প্লেন। আগামী সপ্তাহেই চিন থেকে টিকা ঢাকায় আসবে। এ নিয়ে আলোচনা চলছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

সিবি/এডিবি/