ন্যাভিগেশন মেনু

৩৩৩ নম্বরে ফোন দিলেই খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে বগুড়া জেলা প্রশাসন


বগুড়ায় ৩৩৩ নম্বরে ফোন দিলেই খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যদের খাদ্য সহায়তা প্রদান অব্যহত আছে।

সোমবার (৫ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ক্ষতিগ্রস্ত দর্জি ও সেলুন শ্রমিকদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সহায়তা) প্রদান করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

উপহার হিসেবে ৩০০ জন শ্রমিককে চাল, ডাল, তেল, লবনসহ খাদ্যসহায়তা প্রদান করা হয়। 

খাদ্যসহায়তা প্রদানের সময় বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, 'করোনায় ক্ষতিগ্রস্থদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান অব্যহত রয়েছে।  ৩৩৩ নম্বরে ফোন করে যে কেউ খাদ্য সহায়তা পেতে পারেন।'

এ সময় উপস্থিত ছিলেন - অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, এনডিসি জিএম রাশেদুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান।    

এএসবি/এসএ/এডিবি/