ঈদের পূর্বে লালবাগে নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ
ঈদের পূর্বে লালবাগের বিভিন্ন স্থানে আবাসিক ভবন ভাড়া নিয়ে চলছে নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনীর জামজমাট ব্যবসা।সোমবার (৩ এপ্রিল) দুপুরে লালবাগের হরনাথ ঘোষ লেনের একটি বাসায় বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্ব অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে প্যারাস্যুট বেলি ফুল, সাধারণ নারিকেল তেল, কিউট হেয়ার ওয়েল, আমলা হেয়ার ওয়েল, ভারতের নবরত্ন ব্র্যান্ডের লাল আয়ুর্বেদিক তেল সহ মালামাল জব্দ করা হয়।অভিযান চলাকালিন সময় দেখা যায়, লালবাগের হরনাথ ঘোষ লেনের বাসাটিতে তরল প্যারাফিনের সঙ্গে সুগন্ধি মিশিয়ে তৈরি করা হচ্ছে নামিদামি ব্র্যান্ডের নারিকেল তেল, তরল প্যারাফিনের সঙ্গে শুধু রং মিশিয়ে বাজারজাত করা হত ভারতের মাথা ঠান্ডা করার তেল হিসেবে পরিচিত নবরত্ন তেল। বোতলজাত করা প্যারাফিনের সঙ্গে সেন্ট মিশিয়ে তৈরি করা ক্ষতিকর তৈল মানব দেহে মারাত্মক ক্ষতির কারন হয়ে দেখা দিচ্ছে। মালিক এই সকল বোতলজাত তেল নোয়াখালী, সিলেট, কক্সবাজারে বাজারজাত করে লাখ লাখ টাকা কামায় আর আমরা বিপদে পড়ি বলে সেখানকার কর্মরত কর্মচারী ইব্রাহীম জানান।অভিযান পরিছালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বলেন, আবাসিক ভবন ভাড়া নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল মাথায় দেওয়ার তেল সহ নকল প্রসাধনী প্রস্তুত করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হতো। এই কাজে নিয়োজিত একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাড়ির মালিককে আবাসিক ভবনে কারখানা ভাড়া দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উল্লেখ্য যে , এর পূর্বেও বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রাজধানীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংস্থাটি,এ সময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ফায়ার এক্সটিংগুইসার পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে হাইস্পিড ফায়ার ফাইটিং অ্যান্ড কোম্পানিকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। একই অভিযানে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বাজারজাতের অপরাধে আরেক প্রতিষ্ঠানের অবৈধ মালামাল জব্দ করেছে বিএসটিআই। একই অভিযানে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে রোড ড্রিংকিং ওয়াটারের অবৈধ মালামাল জব্দ করা। এছারাও বিএসটিআই’র দেশব্যাপী মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।...