ন্যাভিগেশন মেনু

অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপিত


কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের মূল কর্মসূচি দু’ভাগে বিভক্ত ছিল।

১৬ ডিসেম্বর দিনের শুরুতে বাংলাদেশ হাউজে হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার চিরঞ্জীব সরকার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত বাজানো হয়।

এরপর ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বাগত বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। মহান বিজয় দিবস বাঙালি জাতির জন্য উৎসব ও গর্বের একটি দিন। তিনি সকলকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিতে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।’

পরিশেষে ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন নবনিযুক্ত হাইকমিশনার ড. খলিলুর রহমান। তার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে জীবন দানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মহান বিজয় দিবসে সকলে মিলে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে যার যার অবস্থান থেকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এ সময় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - আজিজুর রহমান প্রিন্স, আহসান হাবিব, গোলাম কিবরিয়া, ওমর সেলিম, কবির চৌধুরী, বাহাউদ্দিন শিশির, ড. নুরুল হক, মমতা দত্ত, রিয়াজুল হক, লিটন মাসুদ, ফাইজুল করিম, হাসানুজ্জামান, মুস্তাফা কামাল, আব্দুস সালাম, ডঃ শফি ভুঁইয়া, মনির হোসেন, তাজুল রিয়াদ, গোলাম মহিবুর রাহমান, শহিদুল ইসলাম, সোহেল হাওলাদার, কবি আহাদ চৌধুরী, রাশেদা নেওয়াজ, সেলিম জুবেরী, সাদেরা সুজন, মাসুদ সিদ্দিকী, এস এম এ রানা, জাকির হোসেন প্রমূখ।

এমআইআর /এডিবি