ন্যাভিগেশন মেনু

অভিনেতা সোহেল খানের বাসার লিফট বিকল, সাতজনকে উদ্ধার


রাজধানীর মাটিকাটা এলাকায় একটি ভবনের লিফটে আটকা পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৫ আগস্ট) সকালে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’- এ ফোন করে সাহায্য চান। পরে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম  গণমাধ্যমকে বলেন, বুধবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটায় ১১তলা ভবনের চারতলায় লিফটে নামার সময় সাতজন আটকা পড়েন। প্রতিবেশী ও নিরাপত্তা কর্মীরা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে না পেরে ‘৯৯৯’ এ ফোন দেন। তাৎক্ষণিক বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে অত্যাধুনিক হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এসময় একই ভবনের বাসিন্দা নাট্য অভিনেতা সোহেল খান উদ্ধার অভিযানে সহযোগিতা করেন। তিনি ওই ভবনের তৃতীয়তলায় বসবাস করেন।

স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, আমাদের সবার উচিত লিফট ব্যবহারে সতর্ক থাকা, নিয়ম মেনে চলা। নিয়মিত লিফট রক্ষণাবেক্ষণ করা। তাহলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব।

ওঅ/