NAVIGATION MENU

আইজিসিসি কবিতায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবে


মুজিববর্ষ উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাবে। 

আইজিসিসি ‘কবির কণ্ঠে কবিতা’র অনুষ্ঠানের আয়োজন করেছে। আর এই উদ্যোগের সঙ্গে জড়িত আছে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদও।

‘কবির কণ্ঠে কবিতা’ শীর্ষক বিশেষ ভার্চ্যুয়াল অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন বাংলাদেশের বিশিষ্ট ১৬ জন কবি।

এরা হলেন- নির্মলেন্দু গুণ, শেখ হাফিজুর রহমান, কামাল চৌধুরী, হাবীবুল্লাহ সিরাজী, আজিজুর রহমান আজিজ, নাজমুন নেসা পিয়ারি, মুহাম্মদ সামাদ, মারুফুল ইসলাম, নাছিমা বেগম, শেখ রবিউল হক, শ্যামসুন্দর সিকদার, বুলবুল মহলানবীশ, কামরুল ইসলাম এবং বিমল গুহ।

আগামী ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজনটি দেখা যাবে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের ফেসবুক পেজ (www.facebook.com/IndiraGandhiCulturalCentre/) থেকে। 

এস এস