ন্যাভিগেশন মেনু

ইসরায়েলে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাওয়া ৪ বন্দি গ্রেপ্তার


ইসরাইলের কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয়জন ফিলিস্তিনি কারাবন্দীর মধ্যে চার জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) ইসরায়েলের পুলিশ জানায়, যারা কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা ভেঙে পালানোর চেষ্টা করেছেন তাদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে এই চার জনকে দু'দফায় গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে পুলিশ জানায়, আরব জনগোষ্ঠী অধ্যুষিত উম আল গানামে তারা জাকারিয়া জুবেইদিসহ দুজনকে ধরতে সমর্থ হয়। ২০০০ সালের গোড়ার দিকে দ্বিতীয় ফিলিস্তিনি অভ্যুথানের সময় এই জুবেইদি ছিলেন জঙ্গি নেতা।

এদের গ্রেপ্তারের মাধ্যমে ইসরাইল তাদের বড় রকমের ত্রুটিযুক্ত কারাগার ব্যবস্থার অস্বস্তিকর অধ্যায় ঘোঁচাতে সমর্থ হলো বলে মনে করা হচ্ছে।

পলাতক বন্দিদের আটক করতে না পারলে তারা ফিলিস্তিনে হিরো হয়ে যেতো। শুক্রবার দিন শেষে গাজা ভূখন্ডে ফিলিস্তিনি জঙ্গিরা দৃশ্যত সংহতির নিদর্শনস্বরূপ ইসরাইলের ভেতরে রকেট নিক্ষেপ করে, যার প্রতিশোধ নিতে ইসরায়েল বিমান হামলা শুরু করে।

জাকারিয়া জুবেইদি ইসরাইলের বিরুদ্ধে বহু হামলায় জড়িত ছিল। তিনি প্রায়শই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার ও ইসরায়েলি এক মহিলার সঙ্গে এক সময় সখ্যের জন্য বেশ পরিচিতি লাভ করেন।

কয়েক বছর আগে তাকে ক্ষমা করে দেওয়া হয়। পড়ে তিনি কলেজে পড়াশোনা শুরু করেন। ২০১৯ সালে হামলায় জড়িত থাকার সন্দেহে ফের গ্রেপ্তার হওয়ার আগে তিনি পশ্চিম তটের নাট্য আন্দোলনে সক্রিয় ছিলেন।

এক বিবৃতিতে পুলিশ জানায়, সামরিক বাহিনীসহ ইসরাইলের নিরাপত্তা বাহিনী পলাতকদের ধরতে দিন-রাত কাজ করেছে। অন্য দু'জন পলাতকের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। সূত্র: এপি

এডিবি/