ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীর ৬৪ জন গ্রামপুলিশ পেলো বাইসাইকেল


ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়নে কর্মরত ৬৪ জন গ্রামপুলিশকে বাইসাইকেল দেওয়া হয়েছে। তাদের যাতায়াত সহজ ও আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা পালনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৬৪ জন গ্রামপুলিশের প্রত্যেকের হাতে একটি করে সাইকেল তুলে দেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা প্রশাসন এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা প্রশাসন কার্যালয় সুত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার উপজেলার সাত ইউনিয়নের ৬৪ জন গ্রাম পুলিশ সদস্যের প্রত্যেককে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের সচিবরা।

ইউএনও এ সময় বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু শহরকেন্দ্রিক উন্নয়ন আর মানুষের নিরাপত্তার কথা ভাবেন না, তিনি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের কথাও চিন্তা করেন। এ লক্ষ্যে গ্রামাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের সেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য গ্রাম পুলিশদের বাইসাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন।

জেএইচ/সিবি/এডিবি/