ন্যাভিগেশন মেনু

এই সময় মানসিক প্রশান্তি খুব দরকার: বুবলি


ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর কাজ করেছেন বেশ কিছু সিনেমায়। লকডাউনের পর ‘লিডার, আমিই বাংলাদেশে’ সিনেমার শুটিং দিয়ে কাজে ফিরেছেন বুবলী। করোনার এ সময় নিজেকে সতেজ ও সুস্থ রাখতে নিয়মিত যোগ ব্যায়াম করছেন তিনি।


বুধবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন বুবলী। সেখানে তাকে দেখা গেছে ইয়োগার পোশাকে। স্কিনফিট টপস ও প্যান্ট পরে তিনি পোজ দিয়েছে ইয়োগার নানা ভঙ্গিমায়।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘মহামারি করোনাভাইরাসে নাকাল জনজীবন। দীর্ঘদিন ধরে করোনা আমাদের ভালো থাকতে দিচ্ছে না। করোনা আমাদের সবাইকে শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত করে দিয়েছে। তাই এই সময়টা নিজের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি রাখতে ব্যায়াম করছি। এই সময় মানসিক প্রশান্তি খুব দরকার। এ জন্য ইয়োগার বিকল্প নেই।’

বুবলী আরো বলেন, ‘সুস্থ থাকলে ভবিষ্যতে ইয়োগা নিয়ে কিছু করার পরিকল্পনা আছে। যাতে করে মেয়েরা খুব সহজেই এটির সাথে যুক্ত হতে পারে। বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে। ইয়োগা করতে হলে শান্ত একটি পরিবেশ বেছে নিতে হবে। করোনার এই মহামারিতে ইয়োগা করলে মানসিক ও শারীরিক ভাবে ভালো থাকা যায়।’

ওআ/