ন্যাভিগেশন মেনু

একমাত্র গানের অনুষ্ঠানেই করোনা ছড়ায়: নচিকেতা


করোনার প্রকোপে দিশেহারা ভারত। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। বিনোদন অঙ্গনের বহু মানুষ আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়া শিল্পীদের আর্থিক সহোতায় এবার হাত বাড়িয়ে দিলেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

গায়ক-গায়িকাদের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত যন্ত্রশিল্পীরা। তাই উত্তর কলকাতার একটি সমাজসেবী সংগঠনের আহ্বানে তাঁদের পাশে দাঁড়ালেন তিনি। গায়ক যদিও মনে করেন, সেই সাময়িক সাহায্যে পরিস্থিতির উন্নতি হবে না। একমাত্র পুরো দমে অনুষ্ঠান শুরু হলেই এই অভাবের ছবি বদলাতে পারে।

রবিবার (২০ জুন) ১১০ জন যন্ত্রশিল্পীর হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দিলেন তিনি।

অনুষ্ঠানে নচিকেতা খোঁচা দিয়ে বলেন, ‘অবাধে মাস্কবিহীন উদ্দাম জনতা ভোটরঙ্গে নেচে উঠলে সেখানে করোনা ছড়ায় না। কিন্তু গানের অনুষ্ঠানে করোনা যেন ওঁত পেতে বসে আছে। সেখানে শিল্পী থেকে দর্শক-শ্রোতা সকলেরই ঘাড়ে থাবা বসাতে উদ্যত মহামারি।’

নচিকেতা বলেন, ‘সাময়িক সাহায্যে খুব বেশি দিন সংসার চালানো সম্ভব নয়। গোটা ভারতের লাখ লাখ শিল্পী এই সংকটের শিকার। শুধু গান নয়, অভিনয় থেকে শুরু করে সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও চিত্রটা একই। বহু জুনিয়র আর্টিস্ট, মেক-আপ আর্টিস্ট, প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিও মহামারির ফলে ভীষণভাবে সমস্যায় পড়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের নিয়ে কেউ খুব একটা ভাবে না। অনুষ্ঠান কিছুতেই শুরু হচ্ছে না। ওখানে নাকি করোনা থাবা বসানোর জন্য আগ বাড়িয়ে বসে রয়েছে। অনুষ্ঠান হলেই সকলকে আক্রমণ করবে। একটা জিনিস বুঝতে হবে, যত দিন না অনুষ্ঠান শুরু হচ্ছে সঠিক সুরাহার পথ কিন্তু পাওয়া যাবে না।’

ওআ/