ন্যাভিগেশন মেনু

এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই, মরদেহ হিমঘরে


জনপ্রিয় সঙ্গীতশিল্পী ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের শেষকৃত্য আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। তার ছেলে-মেয়েরা দেশে ফেরার পর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রয়াত এই শিল্পীর বোন জামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস।

তিনি সাংবাদিকদের বলেন, ‘৮ জুলাই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন এন্ড্রু কিশোরের ছেলে এন্ড্রু জুনিয়র সপ্তক। কিন্তু মেয়ে সংঘা ফিরতে কয়েকদিন দেরি হবে। তিনি ফিরবেন আগামী ১৪ জুলাই। তার ফেরার পরপরই ধর্মীয় আচার মেনে শিল্পীকে সমাহিত করার প্রক্রিয়া শুরু হবে।’

ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস আরও বলেন, ‘১৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে তার মরদেহ। তবে সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে।’

তারপর শিল্পীর ইচ্ছা অনুযায়ি রাজশাহী গ্রেভইয়ার্ডে তার মায়ের সমাধিস্থলের পাশে সমাহিত করা হবে জানিয়ে প্যাট্টিক বিপুল বিশ্বাস বলেন, '২০১৭ সালের ১ নভেম্বর বিশেষ প্রার্থনা দিবসে মানে যেদিন সারা বিশ্বে আমাদের ধর্মের অনুসারীরা মৃতদের সমাধিস্থলে গিয়ে প্রার্থনা করে, সেদিন রাজশাহীর গ্রেভইয়ার্ডে গিয়ে সপরিবারে প্রার্থনায় অংশ নিয়েছিলাম। তখন আমার কাছে এগিয়ে এসে তিনি (এন্ড্রু কিশোর) বলেছিলেন- 'দাদা, পৃথিবীর যেখানে আমি মারা যায়, অবশ্যই আমাকে রাজশাহীর এই গ্রেভএয়ার্ডে মায়ের সমাধিস্থলে রাখবেন। দূরে রাখবেন না।' তাই তার শেষ ইচ্ছে অনুযায়ি তাকে বাবা-মায়ের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হবে।’

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। পরে রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়।

এডিবি/