ন্যাভিগেশন মেনু

এলডিসি থেকে উত্তরণে নতুন সুযোগ সুবিধা তৈরি হবে: অর্থমন্ত্রী


স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে হয়ে নতুন নতুন সুযোগ সুবিধা তৈরি হবে। আমি মনে করি আমরা যা হারাবো তারচেয়ে বেশি পাবো বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৩ মার্চ) ভার্চ্যুয়াল পদ্ধতিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘এলডিসি থেকে উত্তরণ হলে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে। যারা এলডিসি থেকে বেরিয়ে গেছে সকলেরই সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। আমাদের দেশে তেমন এফডিআই নেই। অনেকেই ভয়ে থাকতো এখানে বিনিয়োগ করবে কি না। এলডিসি থেকে বেরিয়ে গেলে বিনিয়োগ বাড়বে।’

তিনি বলেন, ‘এলডিসি থেকে বেরিয়ে গেলে বিদেশের বড় কোন ব্যাংকের মাধ্যমে আমরা এলসি খুলতে পারবো। আমরা অর্থনীতিকে আরও মজবুত জায়গায় নিয়ে যেতে পারবো। স্বাভাবিক প্রক্রিয়ায় ২০২৪ সালে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার লক্ষ্য থাকলেও সরকারের আবেদনের প্রেক্ষিতে দুইবছর বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত সময় নেওয়া হয়েছে।’

এমআইআর/ওআ