ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে অপরাধ দমন সভা অনুষ্ঠিত


“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ৫নং বিটের উদ্যোগে চৌফলদন্ডী বাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ, শেখ মুনীর উল গিয়াসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

তিনি বলেন, দ্রুততম সময়ে পুলিশি সেবা জনগনের নিকট পৌঁছে দেওয়া এবং তাৎক্ষনিক অপরাধ দমনে বিট পুলিশিং একটি কার্যকরী ও পরীক্ষিত ব্যবস্থা। বিট পুলিশ অফিসার ও সদস্যরা নির্ধারিত এলাকায় বেশিরভাগ সময় অবস্থান করবে পাশাপাশি অপরাধপ্রবন এলাকায় টহল দেবে। অপরাধের উৎসস্থল সম্পর্কে তথ্য সংগ্রহপূর্বক অপরাধীকে গ্রেপ্তার করবে। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াবে এবং তাদেরকে আইনি সহায়তা প্রদান করবে।

পুলিশ সুপার মাদক কারবারি ও মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। মাদক ব্যবসায়ীদের শেকড় যতো গভীরেই থাকুক না কেন, তা উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন। এলাকায় বিরাজমান অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

এ সময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, ইউপি চেয়ারম্যান-মেম্বার, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 এস এ এম/ এস এ /এডিবি