ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে ইয়াবাসহ ৩ নারী মাদককারবারি গ্রেপ্তার


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ইয়াবাসহ ৩ নারী মাদককারবারিকে গ্রেপ্তার  করেছে চকরিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) চকরিয়া দুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রধান গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-বান্দরবান জেলার লামা থানার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইব্রাহিম খলিলের স্ত্রী ছেনোয়ারা বেগম (৩৮), নুর ছফানী (৩২) নুর কায়েদা (১৯), তারা উভয়ে সাতকানিয়া থানার বিয়ানী বাজারের বিওসি মোড় কাঠঘর কালি আইশ ইউনিয়নের বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ জোবায়ের জানান, তিন নারী মাদককারবারি ইয়াবা পাচারের গোপন খবরের ভিত্তিতে চকরিয়া থানার বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের কাছ থেকে দুই হাজার চারশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদককারবারিদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। মাদককারবারীদের পক্ষে কেউ তদবির করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। এছাড়া কক্সবাজার জেলাকে মাদকমুক্ত করতে তিনি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছেন।

এস এ এম/ এস এ/ওআ