ন্যাভিগেশন মেনু

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়রের উপর হামলা


কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মাবুর উপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার গেইটে এ হামলার ঘটনা ঘটে।

আহত মাহাবুবকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো কক্সবাজার শহর উত্তাল হয়ে উঠেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার পৌরসভার পক্ষে লাইন্সেনবিহীন ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চলাচলে কড়াকাড়ি আরোপ করা হয়। এতে বেশ কিছু লাইসেন্সবিহীন টমটম আটক করা হয়। এর জেরে টমটম মালিক সমিতির নেতা পরিচয়ে রুহুল কাদের মানিক নামে এক যুবকের নেতৃত্বে ১০/১৫ জন পৌরসভার গেইটে দাঁড়িয়ে হৈচৈ শুরু করে। এ সময় কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান তাদের শান্ত হওয়ার অনুরোধ জানালে রুহুল কাদের মানিক প্যানেল মেয়রের উপর হামলা চালায়। এতে মাহাবুব আহত হন।

ঘটনার পরপর হামলাকারী মানিককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস আজকের বাংলাদেশ পোস্টকে জানান, এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর কক্সবাজার শহরের দোকান মালিকরা ধর্মঘট শুরু করেছে। একইসঙ্গে শহরে মিছিল সমাবেশ চলছে।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এস এ এম/ এস এ /এডিবি