ন্যাভিগেশন মেনু

কঠোর লকডাউনে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে দেড়টা


কঠোর লকডাউনে বিশেষ প্রয়োজনে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যাতিত দৈনন্দিন ব্যাংক সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।’

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংককে বিশেষ প্রয়োজনে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।

এমআইআর/এডিবি/