ন্যাভিগেশন মেনু

কবি আখতার হোসেনের কাব্যগ্রন্থ ‘সরোজ’-এর মোড়ক উন্মোচন


পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যাপক (অব.) কবি আখতার হোসেনের লেখা ‘সরোজ’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অতিথি হিসেবে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি আইনজীবী মোস্তাফিজুর রহমান কামাল ও পাকশী রেলওয়ে কলেজের অধ্যাপক (অব.) আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

কবি আখতার হোসেনের এটি তৃতীয় কাব্যগ্রন্থ। এর আগে প্রকাশিত হয় ‘অনন্তর’ ও ‘বৃষ্টি যখন বাউল।’

এ উপলক্ষে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা। পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান কামাল এতে সভাপতিত্ব করেন।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক (অবসরপ্রাপ্ত) উদয় নাথ লাহিড়ী, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, কলেজ শিক্ষক স্বপন কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, কৃষকলীগ নেতা ও কবি মুরাদ মালিথা, সংগঠক আতাউর রহমান বাবলু, জাহিদুল ইসলাম সনো, ওসমান গণি প্রমূখ।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল ইসলাম।

মূখ্য আলোচক অধ্যাপক আবুল কালাম আজাদ ‘সরোজ’ কাব্যগ্রন্থের কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, কবির কবিতা অনেক পরিপক্ষ এবং গুণগত মানসম্পন্ন। কবিতার মধ্যে ছন্দের যেমন ছোঁয়া রয়েছে তেমনি রূপক শব্দের ব্যবহার রয়েছে। ফলে কবিতাগুলো হয়ে উঠেছে  আধুনিক ও সময়োপযোগী।

সভাপতি আইনজীবী মোস্তাফিজুর রহমান কামাল বলেন, সাহিত্য-সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতার মধ্যদিয়ে সমাজের অপসংস্কৃতিকে রুখতে হবে।

তিনি বলেন, আগের থেকে তার কবিতা আরও বেশি সমৃদ্ধ হয়েছে। তিনি আরও হৃদয়স্পর্শী কবিতা লিখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচ/ ওয়াই এ/এডিবি