ন্যাভিগেশন মেনু

করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮২২


সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৭৯৬ জনে পৌঁছেছে।

একইসময়ে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮২২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা হলো ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন।

বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২১ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ২ হাজার ১৬৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪১ জনের মধ্যে শূন্য থেকে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ২৪ জন।

বিভাগীয়ভাবে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ১৪ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় একজন, বরিশালে দুইজন এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ওআ/