ন্যাভিগেশন মেনু

যখন একান্তই প্রয়োজন ছিলো তোকে ‖ আলী আকবার


স্রোতের প্রতিকুলে হালভাঙ্গা তরী; অজানা গন্তব্য

অমানীশার অকুল তিমিরে

উত্তপ্ত মরু যেখানে স্বাক্ষী রাখেনা পদচিহ্ন

তৃষ্ণার্ত কায়ার অস্তিত্ব মাত্র, জ্ঞানহারা দিক-বেদিক

যেন দাবানলে ভস্ম হওয়া শেষ আশ্রয়

দগ্ধ দেহ, রূদ্ধ দুটি আখির পল্লব; অনাবৃত করে

কাঙ্খিত এক আঁজলা জল।


যখন সত্যিই প্রয়োজন ছিলো তোকে

উৎসব আহ্লাদে ছিড়ে খাওয়ার অপেক্ষায় শকুনির দল

কিংবা কাপড়ে মুড়িয়ে শব মাটি চাঁপার প্রতিক্ষায়

সমাহিতকরণ কর্মী স্বজন


তখন তোর পাশরে ঈষৎ কম্পন; দুসরাভ 

নয়ন যুগল, এক ফোঁটা জল

হায়! এ বেলায় 

               তোকে আর 

                          কী প্রয়োজন?


ডিসেম্বর ১৪, ২০২০