ন্যাভিগেশন মেনু

করোনা প্রতিরোধে দেশে টিকা নিয়েছেন ৯৬.৪১ লাখ


করোনাভাইরাস  প্রতিরোধে বাংলাদেশে টিকা নিয়েছেন ৯৬ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ।  করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে যোগ দিয়ে ৯৬ লাখ ৪১ হাজার ৩১২ জন মানুষ টিকা নিয়েছেন।

গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ লাখ ২১ হাজার ৪০০ জন। জানা গেছে।করোনা প্রতিরোধী  টিকার সঙ্কটে পড়ে দ্বিতীয় ডোজের চাহিদা পূরণে জরুরি ভিত্তিতে ২০ লাখ টিকা দিতে কানাডা প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ঢাকায় কানাডার হাই কমিশনার বেনোয়া প্রেফেঁতে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে এই অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

করোনাভাইরাসের টিকা পেতে বাংলাদেশের উদ্যোগ এবং ভারত থেকে প্রাপ্তিতে অনিশ্চয়তার কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

“দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে অ্যাস্ট্রাজেনেকার ১৬ লাখ ডোজ টিকা জরুরি প্রয়োজন উল্লেখ করে মোমেন বলেন, এটাই এখন বাংলাদেশের অগ্রাধিকার।”

কানাডার কেনা অতিরিক্ত টিকা উন্নয়নশীল দেশকে দেওয়া হবে বলে দেশটির মন্ত্রী অনিতা আনন্দের সাম্প্রতিক বক্তব্যের বিষয়টি উল্লেখ করে হাই কমিশনারকে অনুরোধ জানানো হয়।

প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৯৭৯ জন ও নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩৮ লাখ ২১ হাজার ৪০০ জনের মধ্যে পুরুষ ২৪ লাখ ৫৩ হাজার ৭৬৯ জন, আর নারী ১৩ লাখ ৬৭ হাজার ৬৩১ জন।

স্বাস্থ্য অধিদফতরে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

এস এস