ন্যাভিগেশন মেনু

করোনা: দেশের ইতিহাসে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু


দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। যা এই ভাইরাসে দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৭৮ জনের। একইসময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৩৮৫টি ও পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩২ জনের মধ্যে খুলনা বিভাগে ৩৫ জন, ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রামে ২৪ জন, রাজশাহীতে ২৪ জন, বরিশালে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ৯ জন এবং ময়মনসিংহে ৬ জন। এদের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৫১ জন নারী।

এমআইআর/এডিবি/