ন্যাভিগেশন মেনু

কাঁঠালবাড়ী লঞ্চঘাটের সিঁড়ি পানির নিচে


পদ্মা নদীর পানি বাড়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী লঞ্চঘাটের পন্টুন থেকে টার্মিনাল পর্যন্ত পানির নিচে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

টার্মিনাল কর্তৃপক্ষ ইট দিয়ে অস্থায়ী সিঁড়ি তৈরি করেছে। তবে সেটি খুব ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সতর্কভাবে পারাপার হলেও পা পিছলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে চলাচলকারী যাত্রীরা। 

মঙ্গলবার (২৮ জুলাই) কাঁঠালবাড়ী ঘাটে গিয়ে দেখা গেছে, ঈদকে সামনে রেখে ঘরে ফিরতে শুরু করেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে শুরু করে। পদ্মায় স্রোতের তীব্রতা থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সাধারণ যাত্রীরা ফেরি ও স্পিডবোট এড়িয়ে লঞ্চেই বেশি পারাপার হচ্ছেন।

লঞ্চের সিঁড়ি পানিতে ডুবে যাওয়ায় ঝুঁকি নিয়ে নামতে হচ্ছে যাত্রীদের। তাছাড়া পানি জমে থাকায় কাঠের তৈরি পথটুকু বেশ পিচ্ছিলও হয়ে আছে।

লঞ্চ ঘাট সূত্র জানায়, পানি বাড়া অব্যাহত থাকায় ঘাটের এ অবস্থা। তারপরও যাত্রীদের সুবিধার জন্য কিছু স্থান উঁচু করে দেওয়া হয়েছে। 

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। শিমুলিয়া থেকেই যাত্রীরা বেশি আসছে। ঢাকাগামী যাত্রীদের সংখ্যা কম। ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাটের কিছু জায়গা পানিতে ডুবে যাওয়ায় যাত্রীদের কিছুটা সমস্যা হচ্ছে আসা-যাওয়ায়। তবে সতর্ক হয়ে চলাচলের জন্য বলা হচ্ছে।

সিবি/এডিবি