ন্যাভিগেশন মেনু

কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি


কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ।

শনিবার (১৯ ডিসেম্বর) এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

কুড়িগ্রাম আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহূর্তে এখানে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা কমছে।

গত দুইদিন থেকেই টিপটিপ করে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধারা।

এদিকে শীতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। তাই শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এস এ /এডিবি