ন্যাভিগেশন মেনু

গবেষণারত ঢাবি অধ্যাপক রাশিদ মাহমুদ আর নেই

সাতক্ষীরার শ্যামনগরে গবেষণারত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশিদ মাহমুদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চালিতাঘাটা বাজার এলাকায় অবস্থিত রিসোর্টের একটি কক্ষে তিনি মারা যান।

অধ্যাপক রাশিদ মাহমুদ ফেনী জেলার পাঁচগাছিয়া গ্রামের চেয়ারম্যানবাড়ির মাহমুদুল হক তাহেরের ছেলে। তিনি কমিউনিটি ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়ে গবেষণার কাজে ২০ মার্চ থেকে শ্যামনগরে অবস্থান করছিলেন।

রাশিদ মাহমুদের নিকটাত্মীয় যশোরের চৌগাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান রিন্টু জানান, অধ্যাপক রাশিদ মাহমুদ ডায়াবেটিসের রোগী ছিলেন। বুধবার সন্ধ্যায় চালিতাঘাটার ওই রিসোর্টে নিজ কক্ষে অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় স্থানীয়রা দ্রুত রাশিদ মাহমুদকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার একমাত্র ছেলে দশম শ্রেণিতে লেখাপড়া করছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌহিদুর রহমান জানান, ডায়াবেটিস হাইপো থেকে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নেওয়ার লিখিত আবেদন করায় হাসপাতাল থেকে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম আর এফ /এস এ/ওআ