ন্যাভিগেশন মেনু

গুরুদাসপুরে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন


নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। ফলে ফাঁকা উপজেলা সদরের প্রধান সড়কসহ অলিগলি।

নিত্যপ্রয়োজনীয় ওষুধ, কাঁচাবাজার, মুদি ও কিছু খাবারের দোকান খোলা থাকলেও তেমন ক্রেতা চোখে পড়েনি। যে কয়জন ক্রেতার দেখা মিললো, সবাই মুখে মাস্ক পরে বাজার করতে বের হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়াও উপজেলাব্যাপী চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

গুরুদাসপুর থানার ওসি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অপ্রয়োজনে বের হওয়া লোকজনকে ঘরে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে এবং উপজেলাব্যাপী টহল অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা পৌরসদরসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ রাস্তাঘাট ও হাটবাজারে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। বাজারগুলোতে নিতৃপ্রয়োজনীয় দোকান যেমন, ওষুধ, কাঁচাবাজার, মুদি ও খাবারের দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা নেই। তা ছাড়াও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল সবকিছুই বন্ধ রয়েছে।

তিনি বলেন, পৌর সদরের রাস্তাঘাটেও মানুষের আনাগোনা নেই। সড়কে রিকশা, মোটরসাইকেল ও জরুরি সেবার গাড়ি চলাচল করলেও গণপরিবহন নেই। অতি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। সরকারের সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত রয়েছে।

এএস/এসএ/এডিবি/