ন্যাভিগেশন মেনু

ঘরে বসে যেভাবে পাওয়া যাবে এইচএসসির ফল


২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল ৩০ জানুয়ারি। ইতোমধ্যেই পরীক্ষার ফল পেতে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন।

রেজিস্ট্রেশনের মাধ্যমে ঘরে বসেই শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবেন। 

ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মােবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

এছাড়া ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষাবাের্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল জানা যাবে।

এডিবি/