ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে চলন্ত চবি শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন-১ (১৪২) কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ছেলেটির বয়স আনুমানিক ১৫ বছর। 

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় চবি শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। নগরের ষোলশহর রেলস্টেশনে পাশে পিলখানা মসজিদের সামনে আসার পর ট্রেনের ছাড় থেকে পড়ে শিশুটি কাটা পড়ে। 

দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ষোলশহর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম। তিনি বলেন, ছেলেটি ছাদ থেকে পড়ে ট্রেনে কাটা পড়তে পারে। এতে পেট কেটে যায়, মাথায়ও আঘাত পায় কিন্তু এখনো পর্যন্ত ছেলেটির নাম পরিচয় জানা যায়নি। শিশুটির পরনে হলুদ গেঞ্জি এবং কালো জিন্স প্যান্ট। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আমরা পরিচয় সনাক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছি।

অনেক প্রত্যক্ষদর্শী জানায়, ট্রেনটি ছাদে এক বগি থেকে আরেন বগিতে যাওয়ার সময় সে পড়ে যায়। এতে ট্রেনে নিচে পড়ে কাটা পড়ে।  কেউ বলছে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। তবে ছেলেটি পরিচয় নিশ্চিত করতে পারিনি এলাকাবাসী। মসজিদের পাশে জাবেদ ম্যানসন বিল্ডিংয়ে দুটি সিসিটিভি ক্যামেরা থাকলেও কর্তৃপক্ষ এসব নষ্ট বলে জানায়। ফলে কিভাবে দুর্ঘটনা সংগঠিত হলো, সে বিষয়টা সম্পূর্ণ অনিশ্চিত বলে জানান রেলওয়ে পুলিশ।