ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম নগরে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক


চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, কমার্স কলেজ রোড, বাদামতলী মোড়, সিজিএস বিল্ডিং সম্মূখস্থ রোড, এক্সেস রোড, আগ্রাবাদ শিশুপার্ক রোড এবং মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা পাঁচ শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মঙ্গলবার স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, চৈতী সর্ববিদ্যা অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সমন্বয় দায়িত্বে ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরী’র একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

অভিযান সম্পর্কে মেয়রের একান্ত সচিব আবুল হাশেম জানান, জনগণের ফুটপাত জনগণের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তাঁর নির্দেশে নিউ মার্কেট মোড়ে অভিযান এবং মনিটরিং এর মাধ্যমে রাস্তা ও ফুটপাত উন্মুক্ত করার পর আজ আমরা আগ্রাবাদ ও আশে-পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পুনর্দখল ঠেকাতে উচ্ছেদ এবং উচ্ছেদকৃত স্থানে মনিটরিং চলমান থাকবে।

অভিযানকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা প্রদান করেন।