ন্যাভিগেশন মেনু

চলে গেলেন কিংবদন্তি ড্রামার চার্লি ওয়াটস


চলে গেলেন কিংবদন্তি ড্রামার চার্লি ওয়াটস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। জনপ্রিয় ‘রক অ্যান্ড রোল’ রোলিং স্টোনের সদস্য ছিলেন তিনি।

ব্যান্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ড্রামার আর আমাদের মধ্যে নেই।

ছয়ের দশকে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন কালজয়ী সব গানে। জুন মাসেই সাড়ম্বরে পালিত হয় তাঁর ৮০তম জন্মদিন। বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন চার্লি ওয়াটস।

রোলিং স্টোনের বিবৃতিতে আরও বলা হয়, ‘চার্লি একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন। স্বামী, বাবা এবং ঠাকুরদা হিসেবে নিজের কর্তব্য আজীবন পালন করে গিয়েছেন। শুধু রোলিং স্টোনেরই নয় গোটা জেনারেশনের একজন জনপ্রিয় ড্রামার ছিলেন চার্লি।’

‘জাম্পিং জ্যাক ফ্ল্যাশ’ এবং ‘অ্যাই ক্যান্ট গেট নো স্যাটিসফ্যাকশন’-র মতো গানে চার্লি ওয়াটসের ড্রামে মুগ্ধ হয়ে গিয়েছিল শ্রোতারা।

১৯৬৪ সালে ববি ওম্যাকের ‘ইটস অল ওভার নাও’ গানের কভার গেয়ে ব্রিটিশ পপ চার্টের প্রথমে উঠে আসে দ্য স্টোনস। পরবর্তীতে, ১৯৬৫ সালে ব্যান্ডটির গান লেখক জ্যাগার এবং রিচার্ডস তাদের প্রথম ক্লাসিক ‘(আই কান্ট গেট নো) স্যাটিসফেকশন’ তৈরি করেন। এরপর ১৯৬৬ সালে ‘পেইন্ট ইট ব্ল্যাক’, ‘নাইনটিন্থ নার্ভাস ব্রেকডাউন’, ‘গেট অফ মাই ক্লাউড’, ‘হ্যাভ ইউ সিন ইওর মাদার, বেবি’ এবং ‘লেডি জেন’ নামক হিট গান উপহার দেয় ব্যান্ডটি।

এছাড়াও, ‘আফটারম্যাথ’ (১৯৬৬), ‘স্টিকি ফিঙ্গার্স’ (১৯৭১), ‘সাম গার্লস’ (১৯৭৮), ‘ট্যাটু ইউ’(১৯৮১) এর মত ক্লাসিক অ্যালবাম এবং সারা বিশ্বের বিপুল স্টেডিয়াম সফরের মাধ্যমে কয়েক দশক ধরে ব্যাপক জনপ্রিয়তা বজায় রেখেছিল ব্যান্ডটি।

ওআ/