ন্যাভিগেশন মেনু

চাঁদপুরে ২৪৭২ মসজিদে অনুদানের প্রস্তাব


চাঁদপুরে আরও ২ হাজার ৪৭২টি মসজিদের অনুদানের প্রস্তাব ধর্ম মন্ত্রাণালয়ে প্রেরণ করা হয়েছে।

বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণের নানাবিধ কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে না পারায় মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যমান পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতার জন্যে ৫ হাজার টাকা করে অনুদান বরাদ্দ করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুরের উপ-পরিচালক মো.খলিলুর রহমান জানান, চাঁদপুরের আরও ২ হাজার ৪৭২টি মসজিদের অনুদানের নতুন প্রস্তাব ধর্ম মন্ত্রাণালয়ে পাঠানো হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর জেলায় ৪ হাজার ৮৯৫টি মসজিদের মধ্যে ইতোমধ্যেই ২ কোটি ৮০ লাখ টাকা প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। বিবিধ কারণে জেলার বাকি আরও ১২৫টি মসজিদের ওই টাকা বিতরণ করা সম্ভব হয়নি।

এ ছাড়াও চাঁদপুর জেলার আরও ২ হাজার ৩৪৭টি নতুন মসজিদের নাম প্রস্তাব করে দ্বিতীয় দফায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ধর্ম মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ফলে চাঁদপুর জেলার মসজিদের সংখ্যা এখন ৭ হাজার ২শ ৪২টি।

খলিলুর রহমান বলেন, ‘জেলার সকল উপজেলায় যাচাই-বাচাই করে ইতোমধেই ধর্ম মন্ত্রণালয়ে অনুদানের জন্যে নামের তালিকা প্রেরণ করা হয়েছে। যা এখন পর্যালোচনা করে মাননীয় প্রধানন্ত্রীর দপ্তরে প্রেরণ করার পর্যায়ে রযেছে।’

প্রসঙ্গত, চাঁদপুরে ইতোমধ্যেই ৪ হাজার ৭৭০ টি মসজিদে ২ কোটি ৮০ লাখ টাকা প্রদান প্রদান করা হয়েছে। এসব অনুদান ইতোমধ্যেই জেলার উপজেলাসমূহে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ কমিটির কাছে প্রদান করা হয়। দেশের সকল মসজিদে কর্মরত ইমাম-মোয়াজ্জিনের জন্যে প্রধানমন্ত্রী এ আর্থিক প্রণোদনা ঘোষণা করেন।

এজি/এমআইআর/এডিবি