ন্যাভিগেশন মেনু

চাঁপাইনবাবগঞ্জে অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন মানববন্ধন করেছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন - বেসরকারি কলেজর অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম, সদস্যসচিব জমির উদ্দিন, ইরজাতুন নেসা, মেসবাহ উদ্দিন, মমতা মন্ডল, শহিদুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সারাদেশে অনার্স-মাস্টার্স কোর্সের ৫ হাজার ৫০০ জন শিক্ষককের অন্তর্ভুক্তিকরণের দাবিতে আজ আমাদের এই মানববন্ধন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

জে এইচ/এস এ/এডিবি