ন্যাভিগেশন মেনু

চিনের উপহারের ১০ লাখ সিনোফার্মের টিকা আসছে শুক্রবার


চিন সরকারের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। টিকা নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চিনের তিয়ানজিন বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) ঢাকায় নিযুক্ত চিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। 

হুয়ালং লিখেছেন, তৃতীয় দফায় বাংলাদেশের মানুষকে চিনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকার চালান তিয়ানজিং আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তোলা হয়েছে। টিকাগুলো সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চিন। প্রথম দফায় গত ১২ মে চিন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চিন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, চিন সরকারের উপহারের ১০ লাখ ডোজ টিকা শুক্রবার দেশে আসবে। এছাড়া শনিবার (১৪ আগস্ট) সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

চিন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। 

গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চিন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০ টিকা ঢাকায় আসে। সবমিলিয়ে চিন থেকে ১ কোটি ১৫ টিকা ঢাকায় এসেছে।

এডিবি/