ন্যাভিগেশন মেনু

চিনের উপহারের ১০ লাখ সিনোফার্মের টিকা এসেছে


চিন থেকে ১০ লাখ ডোজ সিনোফার্মের উপহারের টিকা ঢাকায় পৌঁছেছে। এ নিয়ে মোট চিনের উপহারের ২১ লাখ টিকা দেশে পৌঁছালো।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট  নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ চিনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ লাখ কোভিড টিকা ও ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ নিয়ে এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রয়োজনীয় তাপমাত্রায় বিশেষ ব্যবস্থার মাধ্যমে এসব টিকা পরিবহন করেছে। আজ শনিবার বিমানের আরেকটি বিশেষ ফ্লাইটে সিনোফার্মের টিকা ঢাকায় আসার কথা রয়েছে।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চিন। প্রথম দফায় গত ১২ মে চিন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চিন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, চিন সরকারের উপহারের ১০ লাখ ডোজ টিকা শুক্রবার দেশে আসবে। এছাড়া শনিবার (১৪ আগস্ট) সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

চিন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। 

গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চিন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০ টিকা ঢাকায় আসে। সবমিলিয়ে চিন থেকে ১ কোটি ১৫ টিকা ঢাকায় এসেছে।

এডিবি/