ন্যাভিগেশন মেনু

চিনের সিনোভ্যাকের দেড় কোটি টিকা কেনার সিদ্ধান্ত


চিনের কাছ থেকে সিনোভ্যাকের তৈরি করোনা টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে দেড় কোটি ডোজ সিনোভ্যাকের টিকা কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

আগামী জুন থেকে প্রতিমাসে ৫০ লাখ করে মোট দেড় কোটি ডোজ সিনোভ্যাকের টিকা কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পায়নি সিনোভ্যাক।

এর আগে, চিনা প্রতিষ্ঠান সিনোফার্মের উদ্ভাবিত করোনার টিকা পেতে চুক্তি করে বাংলাদেশ। চুক্তি পরপরই সিনোফার্মের টিকার অনুমোদন দেয় ডব্লিউএইচও।

এডিবি/