ন্যাভিগেশন মেনু

চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪


চুয়াডাঙ্গায় কভিড-১৯ উপর্সগ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, আবার নতুন করে আক্রান্ত হয়ছেনে ২৪ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭০ জন। এরমধ্যে সুস্থ হয়ছেনে ২৫০ জন ও মারা গেছে ৬ জন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল র্সাজন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করছেনে।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলজে হাসপাতালের পিসিআর ল্যাব থকে ৮৫ জনরে নমুনার প্রতবিদেন পাওয়া গছে। এরমধ্যে ২৪ জন নতুন করে করোনা সনাক্ত হয়ছেনে। নতুন আক্রান্তেদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজলোর ১৭ জন, দামুড়হুদা উপজেলায় ৪ জন ও আলমডাঙ্গা উপজলোর ৩ জন রয়ছেনে। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৩ জন নারী।

তিনি আরও জানান, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালরে আইসোলশেন ওর্য়াডে ৪৭ জন ও ১৪১ জন হোম আইসোলশেনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে চুয়াডাঙ্গায় করোনা উপর্সগ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মকবুল হোসনে (৭৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়ছে।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। 

এডিবি/