ন্যাভিগেশন মেনু

চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস পালন


চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পালন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দামুড়হুদা উপজেলার নাটুদা ৮ শহীদের কবর স্মৃতি কমপ্লেক্সে পতাকা উত্তোলন, পুষ্পার্র্ঘ অর্পণ ও দোয়া মাহফিলের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৫ আগষ্ট পাক বাহিনির সাথে সম্মুখ সমর যুদ্ধে ৮ জন শহীদ হয়েছিলেন হাসান, রওশন, কাশেম, কিয়ামুদ্দিন, তারেক, খোকন, রবিউল ও আফাজ উদ্দিন। এটি সংরক্ষণ করে আট কবর স্মৃতি কমপ্লেক্স করা হয়। প্রতি বছর এ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে থাকেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, চুয়াডাঙ্গার জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন।

এনআই/ওয়াই এ/এডিবি